বিজয় দিবসে চট্টগ্রামে যান চলাচলে নির্দেশনা

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় নগরীর কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 02:58 PM
Updated : 13 Dec 2018, 03:54 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে যাওয়া লোকজন ও সংশ্লিষ্টদের সুবিধার্থে এ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএমপির নির্দেশনা অনুযায়ী, লালদিঘীরপাড় সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস ও জহুর হকার্স মার্কেটের দিক থেকে শহীদ মিনার সড়কে ভোর ৫টা থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পাশাপাশি আমতল, তিন পুল, বোস ব্রাদার্স ও বৌদ্ধ মন্দির সড়ক থেকে শহীদ মিনারমুখী রাস্তায় চলাচলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বজায় থাকবে।

ভোর ৫টা থেকে জনগণের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত এ সব সড়কে ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে শ্রদ্ধা নিবেদনকারী লোকজনকে সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনারে প্রবেশ করে রাইফেলস ক্লাব সড়ক দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়।