চট্টগ্রামে আগুনে পুড়ল গোয়াল, মরল ৪টি গরু

চট্টগ্রামে পৃথক দুটি আগুনের ঘটনায় চারটি গরু, সাতটি গোয়াল ঘর, ১০টি বসত ঘর  ও দুটি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 12:06 PM
Updated : 12 Dec 2018, 12:06 PM

বুধবার সকালে নগরীর নন্দনকানন এলাকায় এবং মঙ্গলবার রাতে রাউজান উপজেলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

রাত ১টার দিকে রাউজানের লেলেংগা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে সাতটি সেমিপাকা বসত ঘর এবং সাতটি গোয়াল ঘর পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে সকাল ১০টার দিকে নগরীর নন্দনকানন সিনেমা প্যালেস মোড় সংলগ্ন নবী মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

মো. জসিম উদ্দিন বলেন, আগুনে দুটি সেমিপাকা দোকান এবং তিনটি মেস ঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।