৪ ঘণ্টার ‘কলম বিরতি’ চট্টগ্রাম কাস্টমস হাউসে

সিলেটের তামাবিল স্থলবন্দরে পাঁচ দিন আগে হামলার প্রতিবাদে চার ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেছেন চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 11:57 AM
Updated : 12 Dec 2018, 11:57 AM

বুধবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হলে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম কাস্টমস হাউস।

চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (চকাএভ) এই কর্মসূচির ডাক দেয়।

সংগঠনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তামাবিল শুল্ক স্টেশনে শুল্ক কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি।

দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি চলাকালে কাস্টমস কর্মকর্তারা কাস্টম হাউসের নিচে অবস্থান নেন।

সেখানে সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হাজারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশ থেকে তামাবিলের ঘটনাকে ন্যাক্কারজনক হামলা অভিহিত করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

কলম বিরতি চলাকালে কাস্টমস কর্মকর্তারা নিজ কার্যালয়ে না থাকায় কোনো ধরণের নথিপত্রে স্বাক্ষর করেননি।

এ কারণে কাস্টমস হাউজসে আসা শিপিং এজেন্ট প্রতিনিধি, ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টদের প্রতিনিধি এবং পণ্য ছাড় করাতে আসা লোকজন ভোগান্তিতে পড়েন।

৭ ডিসেম্বর সিলেট ভ্যাট কমিশনারেটের অধীন তামাবিল শুল্ক স্টেশনে ভারত থেকে আসা তিন শিক্ষার্থীকে তল্লাশি করা নিয়ে বিজিবির সদস্যদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের বিরোধের সূত্রপাত।

এই বিরোধের জেরে সন্ধ্যায় সেখানে বিজিবি সদস্যদের সাথে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী আহত হন।