প্রশাসন যা শুরু করেছে, টেকাই অসম্ভব: নোমান
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2018 02:11 PM BdST Updated: 11 Dec 2018 02:11 PM BdST
-
মঙ্গলবার নির্বাচনী গণসংযোগে আবদুল্লাহ আল নোমান
সরকার এবং নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের যে ওয়াদা করেছিল, তা মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার তার নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচার শুরুর দিনেই এ অভিযোগ করেন তিনি।
বেলা ১২টায় শাহ আমানতের মাজর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন নোমান।
তিনি এসময় বলেন, “গতকাল রাত থেকে এ পর্যন্ত তার এলাকার দশজনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গণহারে গ্রেপ্তার চলছে বিভিন্ন এলাকায়। তাদের পাওয়া না গেলে পরিবারের সদস্যদের অযথা হয়রানি করা হচ্ছে।’’
পুলিশ প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে কোনো সমাধান মেলেনি উল্লেখ করে তিনি বলেন, “সরকার ও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের যে ওয়াদা করেছিল তার বরখেলাপ করা হচ্ছে।
প্রশাসন যে কার্যক্রম শুরু করেছে তাতে নির্বাচনে টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ছে বলে মন্তব্য করেন নোমান।
সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ তৈরি করুন। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য আপনাদের দায়ী থাকতে হবে।”
মাজার জিয়ারতের পর আবদুল্লাহ আল নোমান দুপুরে নগরীর ওয়াসা মোড়ের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগের পাশাপাশি ভোট চেয়ে উঠোন বৈঠকও করবেন তিনি।
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য দলের মহানগর কমিটির সহ-সভাপতি মো. আফসারুল আমীন।
২০০৮ সালের নির্বাচনেও আফসারুল আমীন বিএনপির নোমানকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
-
চট্টগ্রামের সিভিল সার্জন সপরিবারে কোভিডে আক্রান্ত
-
চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার ১১ অজগর ছানার জন্ম
-
খেলাঘর চট্টগ্রাম মহানগরের সম্মেলন শুরু
-
পানি নামার পথ খুলতে কাউন্সিলরদের মাঠে নামাচ্ছেন চট্টগ্রামের মেয়র
-
বিলাইছড়িতে ৩ হত্যার প্রতিবাদ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো