চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশ আহত

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 03:41 AM
Updated : 11 Dec 2018, 03:41 AM

মঙ্গলবার ভোরে নগরীর কলাবাগিচা এলাকায় এ ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়েছেন সেই আসামি।

গুলিবিদ্ধ মো. আজাদের (৩২) বিরুদ্ধে ছিনতাই, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরোয়ানার আসামি আজাদকে ধরতে ভোরে পুলিশের একটি দল কলাবাগিচায় যায়। আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে ‘কিরিচ নিয়ে’ পুলিশের ওপর হামলা চালায়।

আজাদের হামলায় কোতোয়ালি থানার পাথরঘাটা ফাঁড়ির কনস্টেবল রাসেল মিয়া গুরুতর আহত হন। অভিযানে থাকা ফাঁড়ি ইনচার্জ এএসআই আবু হায়াত আরেফিন ও কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির গায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে।

ওসি মহসিন বলেন, আজাদ হামলা চালালে পুলিশ ‘আত্মরক্ষার্থে’ গুলি ছোড়ে। তাতে আজাদের হাতে ও পায়ে গুলি লাগে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।