চট্টগ্রামে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে গ্রেপ্তার ৩

চট্টগ্রামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 02:21 PM
Updated : 10 Dec 2018, 02:21 PM

সোমবার নগরীর আন্দরকিল্লা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তার তিনজন হলেন- শাকিবুল ইসলাম ওরফে বাবু (১৭), মেহজাদ মাহবিন নাবিয়ান (১৭) ও ফরহাদ ইসলাম ফয়সাল (১৮)।

বাবু গ্রিল ওয়ার্কশপ শ্রমিক এবং মেহজাদ ও ফরহাদ নগরীর দুটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নগরীর জামালথান মোড়ে রোববার দুপুরে ছুরিকাঘাতে আহত হয় শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র তাহমিদ আল হোসাইন (১৫)।

ওসি মহসিন বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রোববার স্কুলে দুই দল ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। তাহমিদ তাদের অপর পক্ষের এক ছাত্রকে মেরেছে। এর জের ধরে গ্রেপ্তার হওয়ারা ওই ছাত্রের পক্ষ নিয়ে জামালখান মোড়ে গিয়েছিল।”

স্কুল ছুটির পর তাহমিদ বাসায় ফেরার পথে জামালখান মোড়ে বাবু তাকে ছুরিকাঘাত করে বলে জানান ওসি।

“বাবু যে ছুরিটি দিয়ে তাহমিদকে আঘাত করেছে, সেটি ফয়সালের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আর মেহজাদ নাবিয়ান ওই দলের নেতা।”

স্কুলছাত্রকে ছূরিকাঘাতের ঘটনায় সোমবার পর্যন্ত কোনো মামলা হয়নি।

ওসি মহসিন বলেন, “আমরা তাহমিদের পরিবারকে মামলা করার জন্য অনুরোধ করেছি। তারা যদি মামলা না করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।”