চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 02:46 PM
Updated : 8 Dec 2018, 02:46 PM

শুক্রবার রাত দুইটার দিকে কর্ণফুলী থানার চর পাথরঘাটা থেকে ইব্রাহিম খলিল (৩৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ইব্রাহিম খুলনা সদর থানার ময়লাপোতা গ্রামের আবদুল মান্নানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে মাইক্রোবাসে ইয়াবা নিয়ে এক মাদক ব্যাবসায়ী চট্টগ্রাম আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“এজন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চর পাথরঘাটার কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল।”

এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে সেটি থামিয়ে ইব্রাহিম খালিল দৌড়ে পালানোর চেষ্টা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান।

“পরে মাইক্রোবাসের ভেতর থেকে ১৯ হাজার ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।”

এসব ইয়াবার বাজার মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।