বিএনপি ইসির ‘প্রচণ্ড আনুকূল্য’ পাচ্ছে: হাছান মাহমুদ

ইসি সরকারের ইঙ্গিতে কাজ করছে বলে বিএনপির অভিযোগের পাল্টায় আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই ইসির আনুকূল্য পাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 08:21 AM
Updated : 8 Dec 2018, 08:21 AM

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ শনিবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছিলেন, ইসির আপিল নিষ্পত্তিও ‘সরকারের নির্দেশনা’ অনুযায়ী করা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, “তার (রিজভী) মিথ্যাচারের মূল উদ্দেশ্যে নির্বাচনকে, সরকারের ভূমিকাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।

“অথচ যেসমস্ত প্রার্থীর প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়েছিল, তাদের মধ্যে অনেকের মনোনয়ন আপিলে বৈধ হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগে ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। একদিকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন অন্যদিকে রিজভী সাহেব ইসিকে দোষারোপ করছেন।”

আপিল শুনানির দুদিনে বিএনপির প্রায় ১০০ প্রার্থীর প্রার্থিতা ফেরত পাওয়ার দিকটি দেখিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপির অনেকে হলফনামায় স্বাক্ষরও করেননি। তারপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এক্ষেত্রে বিএনপি নজিরবিহীনভাবে ইসির প্রচণ্ড আনুকূল্য পেয়েছে।”

হাছান মাহমুদ বলেন, “তিনি (রিজভী) এও বলেছেন ফরমায়েশের কারণে নাকি আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। ফটিকছড়িসহ অনেক জায়গায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা রয়ে গেছেন। এমনকি আওয়ামী লীগের প্রার্থীর প্রার্থিতাও বাতিল হয়েছে।

“আমাদের জোটের অন্যতম প্রধান শরিক যিনি ক’দিন আগেও জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, তার প্রার্থিতা বাতিল হয়েছে। ইসি অত্যন্ত স্বাধীনভাবেই কাজ করছে এবং ক্ষেত্র বিশেষ আনুকূল্য পাচ্ছে বিএনপি।”

আইএসআই-তারেক ‘বৈঠক’

আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ অভিযোগ করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘নিয়মিত বৈঠক’ করেন।

“গতকাল বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একটি খবর বেরিয়েছে। লন্ডনে তারেক রহমানের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র বৈঠকের খবর। টাইমস অব আসাম নামে পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এটি পরিবেশন করেছে।”

হাছান মাহমুদ বলেন, “লন্ডনে তারেক রহমান নিয়মিতভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেন।

“সম্প্রতি যে বৈঠক করেন সেখানে জামায়াতের নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তাদের বৈঠকের মূল বিষয় ছিল কীভাবে বাংলাদেশে জামায়াত নিয়ন্ত্রতি সরকার প্রতিষ্ঠা করা যায়।

“তারেক রহমান শুধু যে আইএসআই’র সাথে বৈঠক করেন তা না। তিনি দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন, খবর বেরিয়েছে।”

একে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেন হাছান মাহমুদ।