চট্টগ্রামে ভোলার ভাগ্নে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের অন্যতম আসামি এহেতাশামুল হক ভোলার এক ভাগ্নেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 01:10 PM
Updated : 6 Dec 2018, 01:10 PM

বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ সংলগ্ন বালুর মাঠ থেকে সাদ্দাম হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান।

সাদ্দাম বাকলিয়া বকুলী কলোনির বাসিন্দা। তিনি নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে ইলিয়াছ খান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাদ্দাম এহেতাশামুল হক ভোলার ছোট বোন রাবেয়া বসরী বকুলীর ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা আছে। 

‍“সাদ্দাম অস্ত্র বেচাকেনার সাথে জড়িত। উদ্ধার করা অস্ত্রটি সে এক ব্যক্তির কাছে বিক্রির জন্য সংগ্রহ করেছিল বলে জানিয়েছে।“  

ইলিয়াছ জানান, সেতু এলাকার বালুর মাঠের পাশ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দামকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পরিদর্শক ইলিয়াছ বলেন, “বাকলিয়া বাস্তুহারা কলোনির ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে সাদ্দাম ১২ হাজার টাকা দিয়ে বন্দুকটি। ষোলশহর ২ নম্বর গেইট এলাকার ইমন নামে এক ব্যক্তির কাছে ১৬ হাজার টাকায় বিক্রির কথা ছিল।”

সাদ্দামের বিরুদ্ধে বাকলিয়া থানায় আরো একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

২০১৬ সালের ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে গুলিতে নিহত হয়েছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।

ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ভোলা সরবরাহ করেছিল বলে পুলিশ জানিয়েছিল। ওই ঘটনায় গ্রেপ্তার ভোলা এখনও কারাগারে।