চট্টগ্রামে ১৬ ধরনের লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ

আগ্নেয়াস্ত্রসহ ১৬ ধরনের লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 04:30 PM
Updated : 5 Dec 2018, 04:30 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২৪ জন বিশিস্ট ব্যক্তিকে লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

‘স্মার্ট লাইলেন্স ম্যানেজমেন্ট সিষ্টেম ফর ডিসি অফিস’ এ আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের ‘ডিলিং লাইসেন্স’ (জুয়েলারি, ষ্ট্যাম্পভেন্ডর, হোটেল-রেস্তোরাঁ, এসিড ও এসিডজাত দ্রব্য বিক্রয় ইত্যাদি) প্রদান ও নবায়নের ক্ষেত্রে স্মার্ট কার্ড দেওয়া শুরু হল।

এটি স্মার্ট কার্ড বায়োমেট্রিক তথ্য সংযুক্ত ১৪ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট লাইসেন্স বিষয়ে ধারণা সম্বলিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর।

অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহীতা হিসেবে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বক্তব্য রাখেন।