
ট্রাকচালকের সিটের নিচে ১৬ হাজার ইয়াবা
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2018 09:09 PM BdST Updated: 05 Dec 2018 09:09 PM BdST
চট্টগ্রামে বিশেষ কৌশলে পাচারের সময় ১৬ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার বিআইডব্লিউটিসি অফিস এলাকা থেকে ট্রাকটি আটক করে এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- ট্রাকচালক আব্দুস সালাম (৪২) ও তার সহকারী মো. জুবায়ের হোসেন (২০)।
জুবায়ের কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা রোহিঙ্গা বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার হওয়ারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা চট্টগ্রামে মালামাল আনা নেওয়ার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেন।”
গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর জানান, ট্রাকটি টেকনাফ থেকে আচার নিয়ে খাতুনগঞ্জে এসেছিল। সেখানে মালামাল আনলোড করে ফিরিঙ্গী বাজারের দিকে আসে।
“আমাদের কাছে সংবাদ ছিল, একটি ট্রাকটিতে করে ইয়াবা পাচার করা হয়। ওই সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকটিতে নজরদারি করি এবং ফিরিঙ্গি বাজার এলাকা থেকে সেটি আটক করা হয়। চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার কথা স্বীকার করেন।”
গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর জানান, ট্রাকের চালকের বসার অংশটি আলগা করার পর সেখানে বিশেষ কৌশলে একটি কুঠুরি তৈরি করা হয়েছিল। সেটিতে করে তারা ইয়াবা নিয়ে আসেন। মালামাল আনা-নেওয়ার আড়ালে ট্রাকটি মাদক পাচারের কাজেও ব্যবহারের জন্য সেটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল।
ওই কুঠুরী থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- কাজের গতি বাড়াতে সিডিএকে তাগিদ পূর্তমন্ত্রীর
- চট্টগ্রামে ‘মানবিক মেলা’
- চবিতে পাওয়া বোমাসদৃশ বস্তুটি ছিল ‘মক ট্রায়ালের জন্য তৈরি’
- ছুটির দিনে লেখক-পাঠকে মুখর চট্টগ্রামের একুশে বইমেলা
- ডালডায় রঙ মিশিয়ে ‘বাঘাবাড়ী স্পেশাল ঘি’
- চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- চবিতে পাওয়া ‘বোমসদৃশ’ বস্তুটি আসলে বেগুন
সর্বাধিক পঠিত
- হেলিকপ্টারে চড়ে বিশ্ব ইজতেমায় আহমদ শফী
- ভারতের টি-টোয়েন্টি দলে নতুন মুখ মারকান্ডে
- কবি আল মাহমুদের বিদায়
- দেয়াল নির্মাণে জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প
- আরেকটি পরাজয়ে সিরিজও হারল বাংলাদেশ
- রাজ্জাকের ‘বোধোদয়’ কৌশল কি না, প্রশ্ন রাজনীতির অঙ্গনে
- কাশ্মীর হামলা: পাকিস্তানকে ‘একঘরে করার’ হুমকি ভারতের
- দিবালা-রোনালদোর নৈপুণ্যে ইউভেন্তুসের দাপুটে জয়
- ঢাকার একাংশে ২৪ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ
- ৩৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সিমেন্সের সঙ্গে চুক্তি