বিএনপি নেতা আসলাম নাশকতার মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীকে পাঁচ বছর আগে হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 12:13 PM
Updated : 5 Dec 2018, 12:13 PM

বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ৬ মে হাটহাজারী থানার ওই মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনে আদালত আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

“তদন্ত কর্মকর্তা বলেছেন, ওই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল। তার পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেছেন।”

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপল চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম।

পরদিন ৬ মে হেফাজতের আমীর শাহ আহমদ শফীকে ঢাকায় আটক করা হয়েছে এমন গুজব তুলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী অংশে অবরোধ করে হেফাজতে ইসলামের কর্মী ও অনুসারীরা।

ওইদিন পুলিশের সাথে সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়। পরে র‌্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলাও হয়। পাশাপাশি নাশকতার অভিযোগে একটি মামলা করে পুলিশ।

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হতে আসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাপির কারণে তা বাতিল করে রিটার্নিং অফিসার।