চবির খালেদা জিয়া হল তারামন বিবির নামে করার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার নামে যে ছাত্রী হলটি রয়েছে, তার নাম পরিবর্তনের দাবি উঠেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 02:35 PM
Updated : 4 Dec 2018, 02:53 PM

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ ওই ছাত্রী হলটি সদ্যপ্রয়াত বীরপ্রতীক তারামন বিবির নামে করার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের ওই নেতাকর্মীরা হলটিতে থাকা ‘খালেদা জিয়া ছাত্রীনিবাস’ নামটি স্প্রে ছিটিয়ে মুছে দেয় এবং নামফলকটি তুলে ফেলে।

২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ছাত্রীদের জন্য ৫০৮ আসনের হলটি নির্মাণ করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। রায়ে আদালত বলেছে, তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন।

একাত্তরে অস্ত্রহাতে যুদ্ধে নামা অল্প সংখ্যক নারীদের একজন তারামন বিবি গত শুক্রবার মারা যান। রণাঙ্গনের এই যোদ্ধা বীরপ্রতীক খেতাবে ভূষিত।

খালেদা জিয়া হলের নামফলক মুছে দেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারীদের অন্যতম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি মনসুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা এতিমের টাকা মেরে খায়, যারা দুর্নীতির দায়ে দণ্ডিত, তাদের স্থান এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

“প্রশাসনের কাছে হলটির নাম বীরপ্রতীক তারামন বিবির নাম রাখার প্রস্তাব রেখেছি। আগামীকাল আমরা এ বিষয়ে প্রশাসনের নিকট স্মারকলিপি দেব।”

বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “দুর্নীতিবাজ কোনো ব্যক্তির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে হল থাকতে পারে না। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে।”

ছাত্রলীগের এই অংশটি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি হলের নামফলক মুছে ফেলা হয়েছে।”