কানাডায় প্রতিযোগিতায় শীর্ষ দশে ইস্ট ডেল্টা

কানাডায় অনুষ্ঠিত সামাজিক ব্যবসা উদ্ভাবন প্রতিযোগিতার সেরা দশে জায়গা পেয়েছে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 05:04 PM
Updated : 3 Dec 2018, 05:04 PM

কানাডার এইচইসি মন্ট্রিয়াল বিজনেস স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের দুটি দল অংশ নেয়।

ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় সদস্যের দুটি দল আট মাসব্যাপী তিন পর্বের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সারাবিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার মাধ্যমে মূল পর্বের জন্য নির্বাচিত হয় মোট ৪২টি দল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সামাজিক ব্যবসা বিষয়ক এক কর্মশালা ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান প্রতিযোগিতার ফাইনালিস্ট দ্য সিঙ্ক দলের নাহিয়ান ইসলাম, রিমান, জাহিদ হাসান এবং প্লাস্টিক হাউজ দলের ফারিয়া তাবাসসুম, সাদিয়া মুসলিম ও সাদিয়া রহমানের হাতে কানাডা থেকে আসা সার্টিফিকেটগুলো তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টার শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।