ক্ষ্যাপা মহিষ বিপণি বিতানে, ক্ষতিগ্রস্ত দোকান-পাট

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় একটি বিপনি কেন্দ্রে উঠে পড়া এক ক্ষ্যাপা মহিষের তাণ্ডবে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, জখম হয়েছেন দু’জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 03:27 PM
Updated : 3 Dec 2018, 03:27 PM

সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনার সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় মহিষটিকে আটক করে। এরপর অন্য একটি মহিষ এনে ক্ষ্যাপা মহিষটিকে পথ দেখিয়ে পিকআপ ভ্যানে তুলে সরিয়ে নেওয়া হয়।

নগরীর হেমসেন লেন এলাকায় মিলাদুন্নবীর ওরশ উপলক্ষে ওই মহিষটি আনা হয়েছিল।

ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের লিডার অঙ্কুর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেমসেন লেন থেকে ছুটে আসা মহিষটি আন্দরকিল্লা মোড়ের চৌরঙ্গি হোটেলের পাশের সিঁড়ি বেয়ে আল ফাতাহ শপিং সেন্টারে উঠে পড়ে।

“মহিষটি কয়েকটি দোকানের শাটারে আঘাত করে। লোকজন দৌড়াদৌড়ি করতে শুরু করলে দুজন আঘাতও পান।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মার্কেটের দ্বিতীয় তলায় গিয়ে মহিষটি ঘিরে ফেলে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর এর গলায় থাকা দড়িটি একটি লোহার গ্রিলের সঙ্গে আটকানো হয়।

অঙ্কুর বলেন, “এরপর আরেকটি মহিষ আনা হয়। সেই মহিষটিকে দিয়ে পথ দেখিয়ে পাগলা মহিষটিকে ভবন থেকে নামিয়ে আনা হয়।”

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিকআপ ভ্যানে তুলে মহিষটি এর মালিক পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে মহিষের তাণ্ডবের খবর শুনে আন্দরকিল্লা মোড়ে ওই ভবনের সামনে ভিড় জমে যায়। এতে সেখানে যানজটের সৃষ্টি হয়।

ভিড় সরিয়ে বিকেল ও সন্ধ্যার যানজট ঠেলে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়।