চার ডলার প্রতারক গ্রেপ্তার

চট্টগ্রামে ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 12:11 PM
Updated : 3 Dec 2018, 12:11 PM

নগরীর নন্দনকানন এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জামাল শেখ (৪০), জামাল মোল্লা (৪০), মিল্টন ফকির ওরফে বাঘু (২৫) ও রাজ্জাক শেখ (৩৫)। তারা সবাই গোপালগঞ্জের মকসুদপুরের বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এধরনের বেশকিছু গ্রুপ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় আছে।

তিনি বলেন, “তারা রিকশাচালক কিংবা ফেরিওয়ালা বেশে সাধারণ লোকজনকে ভুয়া ডলার দেখিয়ে কিনতে প্রলুব্ধ করে। তাদের পাতা ফাঁদে পা দিলেই লোকজন টাকাপয়সা হারায়।

“তারা মানুষকে প্রলুব্দ করতে না পারলে অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।”

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার বলেন, “আমাদের কাছে খবর ছিল একটি চক্র মানুষকে ভুয়া ডলার দেখিয়ে সাধারণ লোকজনের সাথে প্রতারণা করে আসছে।

“সে তথ্যের ভিত্তিতে রোববার রাতে নন্দনকানন এক নম্বর গলির মুখ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”