চট্টগ্রামে নৌকার পক্ষে শিক্ষার্থীদের ‘ফ্ল্যাশ মব’

জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনগণের সমর্থন চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ফ্ল্যাশ মব’ মানুষের নজর কেড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 08:34 PM
Updated : 2 Dec 2018, 08:34 PM

রোববার দুপুরে নগরীর ওয়াসা মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

নগরীর ব্যস্ত সড়কের পাশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এই আয়োজন দেখে থেমে যান পথচলতি মানুষের অনেকে।

সবুজ টি শার্ট মাথায় লাল কাপড় আর হাতে জাতীয় পতাকা নিয়ে ছাত্র-ছাত্রীরা অংশ নেন এই ‘ফ্ল্যাশ মবে’।

‘জয় বাংলা- জিতবে এবার/ জয় বাংলা- শেখ হাসিনার সালাম নিন/ জয় বাংলা- নৌকা মার্কায় ভোট দিন’ গানের সুরে ফ্ল্যাস মবে অংশ নেন ছাত্রছাত্রীরা।

আয়োজকদের একজন জিপসী রুদ্র সাংবাদিকদের বলেন, “বিশ্ব নেতারা এক সময় বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করত। সেই বাংলাদেশ আজ বিশ্বসভার মধ্যমণি হয়ে থাকে। দেশের তরুণদের মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্র শক্তিশালী করতে শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।”

অংশগ্রহণকারী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, “প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন, তা দেশকে সার্বিক উন্নয়নের দিকে নিয়ে গেছে। তরুণদের কাছে সেসব উদ্যোগ তুলে ধরতেই এ আয়োজন।”

মিনহাজ জানান, এই ফ্ল্যাশ মবের জন্য দুই দিন মহড়া দিয়েছেন তারা। সোমবার থেকে এটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাবে।

এতে অংশ নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল আবছার রাফি, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ফরহাদ, মো. জোবায়েদ, সুমনা তানজিনা, হাসান, মো.শাহরিয়ার, আশিক, ইয়াসিন, সৌম্য,সুমাইয়া, আব্দুল্লাহ সোবাদ, ইমতিয়াজ উদ্দিন, প্রিন্স, সুলতানা তাসপিয়া প্রিমা জয়নুল আবেদিন প্রমুখ।