চট্টগ্রামে পুড়েছে সিনেমা হল ও সুতার গুদাম

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় আগুনে পুড়েছে পূরবী সিনেমা হল ও তার পেছনে একটি সুতার গুদাম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2018, 12:09 PM
Updated : 30 Nov 2018, 06:55 PM

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় লোকজন জানান।  

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাক্তাই আশরাফ আলী রোডে পূরবী সিনেমা হলের পেছনের মাঠে জাল বোনার সুতা রাখা হয়।

“শুরুতে ওই সুতাতে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পূরবী সিনেমা হলেও ছড়িয়ে পড়ে।”

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক উত্তম সেনগুপ্ত জানান, বিকেল ৫টার দিকে আগুন পূরবী সিনেমা হলের ভিতরেও আগুন ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা পাশের খাল ও স্থানীয় পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

কর্ণফুলী নদীর তীরবর্তী আশরাফ আলী রোড এলাকায় পূরবী সিনেমা হলের পেছনের মাঠে সাগরে মাছ ধরার জাল তৈরির সুতা স্তূপ করে রাখা হয়েছিল। আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলী নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছিল।

স্থানীয়রা জানান, পূরবী সিনেমা হলটি বেশ কিছু দিন বন্ধ থাকার পর সম্প্রতি আবার চালু করা হয়। শুক্রবার আগুন লাগার পর গুদামের মালিক সমীরণ বড়ুয়ার ছেলে জনি বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চীনসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জাল বোনার এসব সুতা আমদানি করে সেখানে মজুদ করা হয়। পরে সেগুলো স্থানীয় মার্কেটে বিক্রি করা হয়।  

তিনি জানান, মাঠে অন্তত ১৫ কোটি টাকার বেশি দামের সুতা মজুদ ছিল। তার মধ্যে বেশ কয়েক কোটি টাকার সুতা পুরাপুরি জ্বলে গেছে।

তবে কী পরিমাণ সুতা পুড়েছে তা প্রথমিকভাবে নিরূপন করা যায়নি বলে জানান জনি।