চট্টগ্রামের ১৬ আসনে ১৮০ মনোনয়নপত্র জমা

চট্টগ্রামে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টিসহ বিভিন্ন দলের নেতারাসহ মোট ১৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 05:30 PM
Updated : 28 Nov 2018, 05:30 PM

বুধবার নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। 

চট্টগ্রামের জেলা প্রশাসকের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ১০টি আসনে মোট ১০১টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের মধ্যে চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৭ আসনে হাছান মাহমুদ, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-৬ আসনে ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। 

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম-১০ আসনে; বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ছবি: সুমন বাবু

ধানের শীষের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৩ আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (সার্বিক) মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর মোট ছয়টি আসনে ৭৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে আফসারুল আমীন, চট্টগ্রাম-১১ আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশের জাসদের নেতা মইনুদ্দিন খান বাদল মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বিএনপি প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনে মোরশেদ খান, চট্টগ্রাম-১০ আসনে আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।