চট্টগ্রামে চাঁদা দাবির অভিযোগে আটক ৩ ‘ভুয়া সাংবাদিক’

চট্টগ্রামে থানায় গিয়ে সাংবাদিক পরিচয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 06:07 PM
Updated : 27 Nov 2018, 06:07 PM

মঙ্গলবার পটিয়া থানায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আইডি কার্ড, ভিডিও ক্যামেরা, মোবাইল, ভিজিটিং কার্ড এবং সিটিজি ক্রাইম টিভির স্টিকারযুক্ত প্রভোক্স প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শাহেদুল ইসলাম সাগর (৩০), রতন বড়ুয়া (৪৩) এবং তাদের গাড়ি চালক আনোয়ার হোসেন (৩৩)।

গ্রেপ্তার হওয়ারা পটিয়া থানায় গিয়ে অনলাইন টেলিভিশন সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবি করেছিল বলে জানান ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ।  

ওসি নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে তারা থানায় গিয়ে পরিদর্শক (তদন্ত) রেজাউল করিমকে হুমকি-ধামকি দিয়ে চাঁদা দাবি করে।”

এসময় তাদের আটক করা হয় জানিয়ে ওসি বলেন, “আগেও কয়েকবার তারা থানায় গিয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিউজ করার হুমকি দিয়ে টাকা দাবি করেছিলেন।”

তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা দাবি করার আরো অভিযোগ রয়েছে বলে জানান ওসি নেয়ামত উল্লাহ।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবির এই ঘটনায় পুলিশ কর্মকর্তা রেজাউল বাদি হয়ে একটি মামলা করেছেন।