সাতকানিয়ায় নিষিদ্ধ ‘আল্লাহর দলের’ চার কর্মী আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় চার যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা, যাদেরকে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ কর্মী বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 10:10 AM
Updated : 27 Nov 2018, 10:10 AM

সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের মিঠা দিঘী বাজার থেকে সোমবার রাতে তাদের ধরা হয় বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল হোসেন।

আটকরা হলেন- মো. আমিনুল ইসলাম (২৯), মো. শামসাদ (২৫), জেয়াবুল করিম (২৩) ও সাইফুল ইসলাম (২৬) ।

ওসি রফিকুল বলেন, তারা ‘আল্লাহর দল’ নামে উগ্রবাদী সংগঠনের প্রধান মতিন মেহেদীর অনুসারী। তাদের কাছ থেকে ককটেল ও বেশকিছু জিহাদী বইপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আমিনুল নাটোরের, শামসাদ ঠাকুরগাঁও এবং জেয়াবুল ও সাইফুল কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রফিকুল জানান, কয়েকদিন ধরে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

“গ্রেপ্তার চারজনের সাথে আহসাব ও সেলিম নামের আরও দুইজন রয়েছে। চকরিয়ার বাসিন্দা আহসাব একজনের মাধ্যমে লোহাগাড়া থানার আমিরাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।

“সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়া এলাকায় নিজেদের মতবাদ প্রচারের পাশাপাশি আসান্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।”

আহসাব ও সেলিমকে ধরার জন্য অভিযান চলছে বলে জানান ওসি।