সিআইইউতে দিনব্যাপী বসন্তকালীন ‘ওপেন ডে’ আয়োজন

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) দিনব্যাপী পালিত হয়েছে বসন্তকালীন ‘ওপেন ডে’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 04:16 PM
Updated : 26 Nov 2018, 04:16 PM

সোমবার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সিআইইউর জামালখান ক্যাম্পাসে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ভালো মানের কোর্স কারিকুলাম, কর্মমুখী সিলেবাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নানামুখী উদ্যোগ নিতে হবে। ”

উপাচার্য বলেন, “সিআইইউ শিক্ষার্থীদের ভেতর এমন একটি শিক্ষা ছড়িয়ে দিতে চায়, যার ফলে তারা প্রত্যেকে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনবে।”

সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রোবাকা শামশের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। 

ওপেন ডে উপলক্ষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সিআইইউ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পান।

ওপেন ডে উপলক্ষে সাজানো স্টলগুলোতে ছিল ভর্তি তথ্য জানার সুযোগ। 

অনুষ্ঠানে আরও ছিল শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়, স্পট অ্যাডমিশন, ক্লাব কার্যক্রম, আমেরিকান কর্নার, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।