চট্টগ্রামে পিকআপ ভ্যান থেকে ৫ হাজার ইয়াবা জব্দ

চট্টগ্রামে পাঁচ হাজার পিস ইয়াবাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 07:53 AM
Updated : 21 Nov 2018, 07:53 AM

নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে পিকআপটির সঙ্গে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সিরাজুল ইসলাম (৩২), মো. দুলাল (৩৩) ও মো. বাবুল (৪২)

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজনই ‘পেশাদার মাদক ব্যবসায়ী’।

পিকআপ ভ্যানের (ডেলিভারি ভ্যান) আড়ালে তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

তিনি বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল একটি ডেলিভারি ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গী বাজার এলাকা থেকে সেটি আটক করা হয়।

“পরে পিকআপে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার কথা স্বীকার করেন।”

গোয়েন্দা কর্মকর্তা মঈনুল জানান, পিকআপটিতে চালকের আসনের পেছনে বিশেষভাবে তৈরি চেম্বারে (কুঠুরি) করে তারা ইয়াবা নিয়ে আসেন।