চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত দুই

চট্টগ্রামে আলাদা দুইটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 12:25 PM
Updated : 20 Nov 2018, 12:25 PM

মঙ্গলবার দুপুরে নগরীর আকবর শাহ ও সাতকানিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতদের মধ্যে মো. তাহসিন (১২) সাতকানিয়া উপজেলার ছদহা কেফায়েত উল্লাহ আহমদ কবীর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন হলেন জাহাঙ্গীর আলম (৪৮)।

হাইওয়ে পুলিশ দোহাজারী থানার পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাহসিন স্কুল ছুটির পর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তার অপর প্রান্ত থেকে তার কয়েকজন বন্ধু ডাকলে সে তাদের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

“এসময় দ্রুতগামী একটি ট্রাক তাহসিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।”

দুর্ঘটনার পর তাহসিনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মিজানুর।

এদিকে নগরীর আকবর শাহ এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের চাপায় জাহাঙ্গীর নিহত হন।

হাটহাজারী উপজেলার ধলইয়ের বাসিন্দা জাহাঙ্গীর নগরীতে একটি সাবান কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন বলে পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন এএসআই আলাউদ্দিন ।

আকবর শাহ থানার এসআই আফসার উদ্দিন জানান, আমন্ত্রণ কমিউনিটি সেন্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসটি জাহাঙ্গীরকে চাপা দেয়।

স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।