চট্টগ্রামে গৃহবধূর লাশ হাসপাতালে নিয়ে শ্বশুড়বাড়ির লোকজন লাপাত্তা

চট্টগ্রামের মিরসরাইয়ে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা এক গৃহবধূর গলায় কালো দাগ থাকায় তদন্তে নেমেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 08:26 AM
Updated : 20 Nov 2018, 08:26 AM

জোরারগঞ্জ থানার এসআই মো. আলাউদ্দিন জানান, সোমবার রাতে মিরসরাই উপজেলার মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোমানা আক্তার নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করেন তারা। 

রোমানা জোরারগঞ্জ পূর্ব দুর্গাপুর এলাকার মো. টিপুর স্ত্রী। সোমবার রাতে শ্বশুড়বাড়ির লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় কালো দাগ থাকায় চিকিৎসক বিষয়টি পুলিশে জানান।

এসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ হাসপাতালে গিয়ে শ্বশুড়বাড়ির কাউকে পায়নি। রাতে রোমানার শ্বশুড়বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। পুলিশ যাওয়ার খবর পেয়েই তারা পালিয়ে গেছে বলে আমরা ধারণা করছি।”

বিষয়টি হত্যা না আত্মহত্যা- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এসআই আলাউদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।

ময়নাতদন্তের জন্য রোমানার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।