চট্টগ্রামে মেলায় আয়কর আদায় বেড়েছে ৩১ কোটি টাকা

চট্টগ্রামে এবারের মেলায় সাত দিনে গতবারের চেয়ে ৩১ কোটি টাকা বেশি আয়কর আদায় হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:40 PM
Updated : 19 Nov 2018, 05:40 PM

সোমবার সপ্তাহব্যাপী মেলার শেষ দিনে আয়কর আদায় হয়েছে ৭২ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৮০৫ টাকা।  

চট্টগ্রাম কর অঞ্চল-১ কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত দিনে চট্টগ্রামে আয়কর আদায় হয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৮৩৮টাকা।

গতবছরের মেলায় চট্টগ্রাম থেকে আয়কর আদায় হয়েছিল ৫২৯ কোটি ৭০ লাখ ৯৮১টাকা। ২০১৬ সালে আয়কর আদায় ছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা। ২০১৫ সালের মেলায় আয়কর জমা পড়ে ৪৮২ কোটি ৯৩ হাজার ৫৪৪টাকা।

মোতাহের বলেন, এবারে শুধু আয়কর আদায় নয়, আয়কর বিবরণী বা রিটার্ন জমাদানকারীর সংখ্যাও বেড়েছে। এবারে রিটার্ন জমা পড়েছে ৪৭ হাজার ১২৯টি।

গতবারের মেলায় এ সংখ্যা ছিল ৩২ হাজার ৫৮৪টি। গতবারের চেয়ে বেড়েছে ১৪ হাজার ৫৪৫টি।

আয়কর কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এবারের মেলায় আয়কর সেবা নিয়েছেন তিন লাখ তিন হাজার ৩৩০জন। গতবারে এ সংখ্যা ছিল দুই লাখ ৮৪ হাজার ৮৭৮ জন।

এবারের মেলায় ইটিআইএন গ্রহণকারীর সংখ্যা ছিল দুই হাজার ৬৫জন।

গত ১৩ নভেম্বর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়।