চট্টগ্রাম কাস্টম হাউজ দেখলো সিআইইউ শিক্ষক-শিক্ষার্থীরা

চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষক ও শিক্ষার্থীরা চট্টগ্রাম কাস্টম হাউজ ঘুরে দেখেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:12 PM
Updated : 19 Nov 2018, 05:13 PM

সোমবার কাস্টম হাউজের পাশাপাশি তারা চট্টগ্রাম বন্দরের জেটি এলাকাও ঘুরে দেখেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেখানে বলা হয়, সিআইইউ-এর শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের আমদানি-রপ্তানির চিত্র, শুল্ক ও ভ্যাটের হার নির্ধারণ, পণ্য ক্লিয়ারেন্স ও নিরীক্ষণ, আন্তর্জাতিক বাণিজ্য, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট ও বার্থ অপারেটদের কাজ, অটোমেশন এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন পক্ষের কাজ দেখার সুযোগ পান।

কাস্টম হাউজের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মত বিনিময় করেন কাস্টমস কমিশনার এ কে এম নুরুজ্জামান।

অন্যদের মধ্যে সিআইইউ-এর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী, সহযোগী অধ্যাপক সাঈদ মনজুর কাদের, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ ও কামরুদ্দিন পারভেজ, প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান এ সময় উপস্থিত ছিলেন।