পুলিশের সঙ্গে বিরোধ, আনোয়ারায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে কর্ভাডভ্যান চালকের বিরোধের জেরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 11:03 AM
Updated : 14 Nov 2018, 11:03 AM

শ্রমিক বিক্ষোভের কারণে চট্টগ্রাম থেকে আনোয়ারা এবং বাঁশখালীমুখী সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার বেলা ১১টার দিকে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ বক্স এবং পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দেয় শ্রমিকরা।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি কর্ভাডভ্যানকে থামার সংকেত দিলেও চালক থামেনি।

“পরে ট্রাফিক পুলিশ গাড়িটি থামায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চালক রাস্তার উপর কর্ভাডভ্যানটি রেখে চলে যায়।”

এই ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল জানিয়ে ওসি বলেন, এক পর্যায়ে পরিবহন শ্রমিক ও স্থানীয় কিছু যুবক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাংচুর করে।

“ঘটনাস্থলে যাওয়া একজন এটিএসআইর ব্যক্তিগত মোটর সাইকেল পুড়িয়ে দেয়।”

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, চাতরী-চৌমুহনী এলাকায় চৌরাস্তার মোড়ে একটি কর্ভাডভ্যানকে থামার সংকেত দেন একজন ট্রাফিক পুলিশের এএসআই আনোয়ার।

চালক রুবেল গাড়ি না থামানোয় ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে এএসআই আনোয়ার চালক রুবেলকে পুলিশ বক্সে নিয়ে আটকে রাখেন।

ওসি দুলাল বলেন, “ওই চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন সে এরকম করেছে।”