বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে দুই বছর আগে বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে সংঘর্ষের মামলার আসামি গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 06:46 AM
Updated : 31 Oct 2018, 06:46 AM

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে বন্দরনগরীর রেল স্টেশন এলাকা থেকে লেয়াকতকে গ্রেপ্তার করে।

আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনায় ৬০০ একর জমিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জমি অধিগ্রহণ নিয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল পক্ষ-বিপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়।

ওই ঘটনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীদের নেতৃত্বে থাকা লেয়াকত চেয়ারম্যানের বিরুদ্ধে চারটি মামলা হয় সে সময়।

তাছাড়া লেয়াকতের বিরুদ্ধে হত্যা, নাশকতা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ নানা কারণে আলোচিত লেয়াকত এলাকায় যুদ্ধপারাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।