পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা বক্কর-শামীম

আটকের কয়েক ঘণ্টা পর চট্টগ্রামের দুই বিএনপি নেতা আবুল হাশেম বক্কর ও মাহবুবুর রহমান শামীমকে পুলিশ ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 01:40 PM
Updated : 22 Oct 2018, 01:40 PM

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার আদালত ভবনে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“এছাড়া বক্করের বিরুদ্ধে আগেরও বেশ কয়েকটি মামলা আছে। যেগুলোতে তিনি পরোয়ানাভুক্ত আসামি।”  

রোববার আইসিটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা।

আমীর খসরুকে কারাগারে নেওয়ার সময় বিএনপি ও তাদের সমর্থক আইনজীবীরা কোতোয়ালী থানার ওসি ও কয়েকজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে বলে অভিযোগ।

এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মো. ইদ্রিস নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলাতেই বক্কর ও শামীমকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার নগরীর জিইসি মোড় থেকে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে বলে নগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান জানিয়েছিলেন।

আবুল হাশেম বক্কর নগর বিএনপির সাধারণ সম্পাদক ও মাহবুবর রহমান শামীম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।