আদালতে ওসিকে লাঞ্ছনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমীর খসরু চৌধুরীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসিকে আদালত ভবনে লাঞ্ছিত করার অভিযোগে নগর বিএনপির দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 12:13 PM
Updated : 21 Oct 2018, 12:13 PM

রোববার দুপুরে কোতোয়ালি থানায়  মামলাটি করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ)  শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

মামলায় নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “সরকারি কাজে বাধা, কটুক্তি ও ওসি'র পোশাক ধরে টানাটানির কারণে মামলাটি করা হয়েছে।”

রোববার আইসিটি আইনে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের করা মামলায় জামিন নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে নেওয়ার সময় বিএনপির বেশকিছু নেতাকর্মী ও আইনজীবী কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিনকে কটূক্তি এবং পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ পুলিশের।