নির্বাচনকে ভাবনায় রেখে সাজবে দুই ক্রিকেট সিরিজের নিরাপত্তা

নির্বাচনের বছর হওয়ায় সেটি বিবেচনায় রেখেই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে ক্রিকেট সিরিজে নিরাপত্তা ব্যবস্থা সাজানোর কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 11:13 AM
Updated : 17 Oct 2018, 11:13 AM

দুই সিরিজের চট্টগ্রাম ভেন্যুর খেলা নিয়ে বুধবার দামপাড়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ কথা জানান চট্টগ্রাম নগর পুলিশ প্রধান।   

দর্শকদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলার মাঠ, হোটেল ও রাস্তায় খেলোয়াড়দের আনা-নেয়ার সময় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে।

পাশাপাশি পুলিশের কুইক রেসপন্স টিম, সোয়াত ও বোম্ব ডিস্পোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।  

জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও বিমান বাহিনীকেও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মাহাবুবর।

সভায় নগর পুলিশ প্রধান মাহাবুব বলেন, “এটা নির্বাচনের বছর। সেটা মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আগের চেয়ে এবছর আরও বেশি অনেক বেশি জোরালো হবে।”

ফাইল ছবি

আগামী ২৪ ও ২৬ অক্টোবর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ- জিম্বাবুয়ের দুইটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ।

২২ অক্টোবর চট্টগ্রাম পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর ১৫ নভেম্বর চট্টগ্রাম আসবে ওয়েস্ট ইন্ডিজ।

বৈঠকে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, সেনা, বিমান, র‌্যাব, ফায়ার সার্ভিস, ওয়াসা, পিডিবিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।