ঝড়ের পরে বন্দরে সঙ্কেত নেমেছে

ঘূর্ণিঝড় তিতলির প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রামসহ অন্য সমুদ্র বন্দর থেকে তিন নম্বর সতর্কতা সঙ্কেতনামিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 07:14 AM
Updated : 14 Oct 2018, 07:14 AM

এদিকে চট্টগ্রামসহ সারা দেশের বৃষ্টিপাত কমে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় তিতলি ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার আগে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সঙ্কেত ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছিল, এখন তাও উঠে গেল। 

এখনও কোনো কোনো স্থানে বৃষ্টিপাতের বিষয়ে চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্তব্যরত সহকারী মো. রুবেল রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর বঙ্গোপসাগর বায়ূচাপের তারতম্য বিরাজ করায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। একারণে বৃষ্টিপাত হচ্ছে।”

সোমবার নাগাদ বৃষ্টিপাত আরও কমে আসবে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়েছে। ষোলশহর, একে খান রেল গেইটসহ বিভিন্ন স্থানে রাস্তায় পানি জমে থাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। অফিসগামী লোকজন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তিও হচ্ছে।

টানা বৃষ্টিতে পাঁচলাইশের রহমান নগর ও ফিরোজশাহ কলোনীতে দেয়াল চাপা ও পাহাড় ধরে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে।