চট্টগ্রামে দুটি নতুন শিশু আদালত

চট্টগ্রাম মহানগর ও জেলা আদালতের অধীনে দুটি পৃথক শিশু আদালতের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 02:36 PM
Updated : 13 Oct 2018, 02:36 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম নতুন আদালত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় শিশু আদালত কক্ষ দুটির উদ্বোধন করা হয়।

সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শিশুদের অধিকার সুরক্ষায় সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

“ইতিমধ্যে বর্তমান সরকার শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিত করতে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন, শিশু আইন ও নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন প্রণয়নসহ বেশকিছু আইন সংস্কার করেছে।”

অনুষ্ঠানে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ রচিত হওয়ার বহু আগেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সরকার শিশু আইন প্রণয়ন করে।

“সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস বর্তমানে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশে শিশু সুরক্ষার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে বিচারপতি নাঈমা হায়দার শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করে বিচারকাজ পরিচালনায় চট্টগ্রাম জাজশীপের উদ্যোগের প্রংশসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন প্রমুখ।

চট্টগ্রাম মহানগর ও জেলা আদালতের অধীনে শিশু আদালতের কার্যক্রম পরিচালিত হলেও আলাদা আদালত কক্ষ ছিল না।