পতেঙ্গায় কাস্টমসকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা থানার বেড়িবাঁধ এলাকা থেকে এক কাস্টমস কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 07:22 AM
Updated : 13 Oct 2018, 07:22 AM

শুক্রবার সন্ধ্যার দিকে বেড়িবাঁধের চরপাড়া এলাকা থেকে লাশ উদ্ধারের পর শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহত রিপেন সিংহ ধ্রুব (৩০) চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।

নগরীর কোতোয়ালি থানার আসকার দিঘীর পশ্চিম পাড় এলাকার ক্ষুদিরাম সিংহের ছেলে রিপেন।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে একজনের দেহ বেড়িবাঁধে উপুড় হয়ে পড়ে আছে জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

“সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। পাথরের মধ্যে আটকে থাকায় উদ্ধারের সময় মুখে একটু আঘাত লাগে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না।”

উদ্ধারের পর শুক্রবার রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি জানার পর রিপেনের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে বলেও জানান ওসি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল থেকে রিপেনের খোঁজ না পেয়ে বিকালে পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন নিখোঁজ বিষয়ে জিডি করতে। পরে বিকালে পতেঙ্গা এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

“কিভাবে তার মৃত্যু হয়েছিল বা কি ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি,” বলেন তিনি।

ওসি উৎপল বড়ুয়া বলেন, লাশের ময়নাতদন্তের পর জানা যাবে রিপেনকে খুন করা হয়েছে না কি অন্যকিছু ঘটেছে।