চবিতে ছাত্রলীগের মারামারির পর হলে হলে তল্লাশি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বিভিন্ন আবাসিক হলে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 01:31 PM
Updated : 11 Oct 2018, 01:31 PM

বৃহস্পতিবার বিকালে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে পাঁচটি হলে তল্লাশি চালায় পুলিশ।

তার আগে দুপুরে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আগের দিনও হয়েছিল সংঘর্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হল থেকে বেশকিছু ধারালো অস্ত্র, পাথর ও কাচের বোতল উদ্ধার করা হয়েছে। 

তবে কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

একুশ অগাস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার আনন্দ মিছিল থেকে বুধবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুইপক্ষ।

ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও বিজয় গ্রুপের সদস্যদের এ সংঘর্ষে বুধবার অন্তত আটজন আহত হয়।

কলা অনুষদের সামনে সংঘর্ষে জড়ানো দুই পক্ষকে সড়িয়ে দেয়া হলে সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে অবস্থান নিয়ে দুই পক্ষ থেমে থেমে ইট ছোড়াছুড়ি করে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দুপুরের মারামারির পর একজনকে আটকও করে পুলিশ।

এরপর বিকালে সোহরাওয়ার্দী, শাহ আমানত, এফ রহমান, আলাওল ও শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এদিকে বিকালে শাহ আমানত হলের সামনে আলীম হোসেন নামে ইসলামের ইতিহাসের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করে বিরোধী পক্ষ।

আহত আলীম ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের নেতৃত্বাধীন বিজয় গ্রুপের সদস্য বলে জানিয়েছে শিক্ষার্থীরা।