চবি বিএনসিসির নৌ শাখার রজত জয়ন্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার রজত জয়ন্তি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 03:12 PM
Updated : 10 Oct 2018, 03:12 PM

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৌ শাখার রজত জয়ন্তি অনুষ্ঠানে বর্তমানদের সাথে মিলিত হয়েছিল সাবেকরা।

দিনভর এ অনুষ্ঠানে সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শেষ হয় আইন অনুষদ ভবনের সামনে গিয়ে।

সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে আনন্দ উৎসবে মিলেছিল সাবেক বর্তমান সকলে।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিএনসিসি নৌ শাখার আন্ডার অফিসার অধ্যাপক ড. অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে নৌ শাখার ক্যাডেট মাহবুব এ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, বিএনসিসি’র সমন্বয় ককর্মকর্তা লে. কর্নেল শফিকুর রহমান, রজত জয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক ও নৌ শাখার প্রাক্বতন ক্যাডেটদের সংগঠন ‘এ্যংকরের’ সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা।

অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটদের সম্মাননা দেয়া হয় ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।