চট্টগ্রামে নিষেধাজ্ঞা ভেঙ্গে ইলিশ ধরায় ৮ জেলের সাজা

প্রজনন মৌসুমে ইলিশ ধরার অভিযোগে চট্টগ্রামে আট জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:34 PM
Updated : 9 Oct 2018, 12:34 PM

মঙ্গলবার কর্ণফুলী নদীতে কোস্ট গার্ডের অভিযানে এই সাজা দেওয়া হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আটজন জেলেকে আটক করে চার হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কারেন্ট জালটি পুড়িয়ে ফেলা হয় এবং জব্দ করা ১৮টি মা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।

প্রজনন মৌসুম হওয়ায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর,  ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জের সব নদ-নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকা এবং মোহনা এলাকায়ও এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে।