চট্টগ্রামে বিমানের ফ্লাইটে পরিত্যক্ত সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 08:26 AM
Updated : 8 Oct 2018, 08:26 AM

ফাইল ছবি

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতরে ওভারহেড শেল্ফে একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোনা উদ্ধারের সময় বিমানের যাত্রীদের জিজ্ঞাসা করে ওই ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি।

উদ্ধার সোনার বারগুলোর ওজন ৯৩৩ গ্রাম, দাম আনুমানিক ৪০ লাখ টাকা বলে সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান।