আইসিটি আইনের মামলায় আমীর খসরুর জামিন বাড়ল

চট্টগ্রামে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 07:49 AM
Updated : 21 Oct 2018, 07:09 AM

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা রোববার শুনানি করে ২১ অক্টোবর পর্যন্ত আমীর খসরুর জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালি থানার এ মামলায় আমির খসরুর ছয় সপ্তাহের জামিন রোববার শেষ হয়।

“আদালতে হাজির হয়ে তিনি জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক আগামী ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন বাড়িয়ে দেন।”

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফাঁস হয়ে যায়।

ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ অগাস্ট তথ্য প্রযুক্তি আইনে আমীর খসরুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন।