চট্টগ্রামে পুলিশের ওপর হামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 07:42 AM
Updated : 7 Oct 2018, 07:42 AM

রোববার ভোরে নগরীর সদরঘাট এলাকা থেকে মো. আদর নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর রাতে সদরঘাট এলাকা থেকে আদরকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে মামলার এজাহারভুক্ত ছয় আসামির সবাইকে গ্রেপ্তার করা হল বলে জানান ওসি।

তিনি জানান, যে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের মধ্যে আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তিনজন আদালতে আত্মসমর্পণ করে।

গত ১২ অগাস্ট দুপুরে নগরীর আইস ফ্যাক্টরি রোড থেকে উল্টো পথ ধরে মোটর সাইকেল চালিয়ে আসায় ওই যুবকদের থামিয়েছিল ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করে মোটর সাইকেল আরোহীরা।

পরে আরও কয়েকজন যুবক এসে নিউ মার্কেট মোড়ের পুলিশ বক্সে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। কোতোয়ালি থানা থেকে বাড়তি পুলিশ পাঠানো হলে সেই যুবকেরা সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুল আলম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মিরাজ ওরফে মেহরাজ, আদর, এনাম, শিবু, ফয়সাল ও রাসেল উদ্দিন।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, আসামিরা সবাই সরকারি সিটি কলেজ ও ইসলামীয়া কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।