মুক্তিযোদ্ধা কোটার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

সরকারি চাকরির সব গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 02:38 PM
Updated : 4 Oct 2018, 02:38 PM

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দিন বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে।

সমাবেশে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা সরওয়ার আলম চৌধুরী মনি বলেন, “সরকার নবম থেকে ১৩ তম গ্রেড (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) এ সকল কোটা বাতিল করেছে। আমরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে সব গ্রেডে ৩০ শতাংশ কোটা বহালের দাবি করছি।”

তিনি সরকারি চাকরিতে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের পরিবারের সদস্যদের নিয়োগ না দেওয়ার দাবিও জানান।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ফরিদ মাহমুদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, যুবলীগনেতা নওশাদ মাহমুদ রানা, মাহবুবুল হক সুমন প্রমুখ।

সমাবেশ থেকে বলা হয়, মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বহালের দাবিতে শনিবার ঢাকার শাহবাগে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।