চবির ৫ ছাত্রলীগকর্মীর ‍বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন তিন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 02:37 PM
Updated : 4 Oct 2018, 02:37 PM

বৃহস্পতিবার ওই তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালেয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।

সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগকারীদের দুজন ছাত্রী এবং একজন ছাত্র।

যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন- সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ ও নাদির, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইজাজ হায়দার ইজু এবং ইসালামের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শোয়াবুর রহমান কনক।

অভিযোগকারীদের একজন জাহিদ হাসান সবুজ আমাদের সময়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা এবং অন্য দুই ছাত্রী তার সহপাঠী।

সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে খেতে যাওয়ার পর যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তার সঙ্গী দুই নারী সহপাঠি।

“আমার দুই সহপাঠীকে ইমরান, আরিফুল, নাদির ও ইজাজ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। কেন গালিগালাজ করছে জানতে চাইলে তারা আমাকেও মারধর করে।”

যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

বিষয়টি নিয়ে রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কখনও অপরাধকারীর পক্ষে নই। যে অপরাধ করবে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে।”