চট্টগ্রামে ছিনতাই হওয়া গাড়ি মিললো জঙ্গল সলিমপুরে

চট্টগ্রাম নগরীতে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে সীতাকুণ্ড থেকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 03:50 AM
Updated : 20 Sept 2018, 03:50 AM

বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর থেকে প্রাইভেট কারটি উদ্ধারের সময় পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার নগরীর একে খান মোড় থেকে প্রাইভেট কারটি ছিনতাই হয়।

“পরে ছিনতাইকারীরা চালককে দেওয়ান হাট ব্রিজে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়।”

অভিযোগ পাওয়ার পর ডবলমুরিং থানা পুলিশের একটি দল অভিযানে নামে। ভোরের দিকে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটি উদ্ধার করা হয় বলে জানান পরিদর্শক জহির।

গ্রেপ্তারদের নাম পরিচয় বা অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জঙ্গল সলিমপুরের কয়েকশ একর এলাকায় গত এক যুগ ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে ৪০ হাজার মানুষের অবৈধ বসতি। সীতাকুণ্ডের ওই এলাকা বিভিন্ন ধরনের অপরাধী ও সন্ত্রাসীদের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।