সুদীপ্ত হত্যা: আত্মসমর্পণের পর কারাগারে নিপু ও জাহিদুল

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার অন্যতম সন্দেহভাজন আইনুল কাদের নিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 11:01 AM
Updated : 17 Sept 2018, 11:01 AM

নিপু ও জাহিদুল ইসলাম জাহেদ সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণির আদালতে আত্মসম্পর্ণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সরদঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিপু ও জাহেদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

“জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাদের কারগারে পাঠানোর আদেশ দেন।”

গতবছরের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা সদরঘাট থানায় অজ্ঞাতপরিচয় সাত/আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

হত্যার ঘটনায় ১১ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে মোক্তার ও পাপ্পু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন এবং নির্দেশদাতা হিসেবে আইনুল কাদের নিপুর নাম উল্লেখ করেছিলেন।

নিপু ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে সরকারি সিটি কলেজে ব্যবস্থাপনা বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ওই কলেজ থেকে অনার্স সম্পন্ন করা নিপু দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।