অস্ত্র মামলায় সাকার অনুসারীর ১০ বছর কারাদণ্ড

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তালিকাভুক্ত সন্ত্রাসী বিধান বড়ুয়াকে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:15 PM
Updated : 12 Sept 2018, 01:15 PM

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধান বড়ুয়ার বর্ণিত স্থান থেকে একটি জি-থ্রি রাইফেল উদ্ধারের ঘটনায় করা এ মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

বিধান বড়ুয়া ২০১১ সালে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন।

বুধবার রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয় বিধান বড়ুয়াকে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর রাউজানের পশ্চিম আঁধারমানিক এলাকায় সুজিত বড়ুয়ার বাড়ির পাশে পুকুর পাড়ের একটি জাম গাছের নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় রাউজান থানার সেসময়ের ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী অস্ত্র আইনে এই মামলা করেন।

এ মামলায় পুলিশ ২০১১ সালের ১৩ অক্টোবর অভিযোগপত্র দেওয়ার পর ২০১২ সালের ১৬ মে অভিযোগ গঠন করা হয়।

মামলায় নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, এই মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন বিধান বড়ুয়া।

“আদালত তা নামঞ্জুর করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার আদেশ দিয়েছিলেন।”

বেশ কয়েকটি মামলার আসামি বিধান বড়ুয়া রাউজান ও আশপাশের এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সালাউদ্দিন কাদের চৌধুরীর গঠিত দল এনডিপির অনুসারী ছিলেন বিধান।