আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 12:45 PM
Updated : 19 August 2018, 12:45 PM

এরা গরুর বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের ছিনতাইয়ের চেষ্টায় ছিল বলে দাবি পুলিশের। 

নগরীর বাকলিয়া ও আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে তাদের শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. জনি (২৯) ও শেখ ফরিদ (২২)। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ বেশ কয়েকটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কল্পলোক আবাসিক এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট ৬২ বোরের বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি বলেন, জনির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ আগেও বেশ কয়েকটি মামলা আছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে গরুর বাজারগামী ক্রেতা ও গরু বিক্রেতাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতি ছিল তার।”

এদিকে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি নেজাম উদ্দিন।

ওসি জানান, “গরুর বাজারের ছিনতাই রোধে অভিযানের অংশ হিসেবে শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, ফরিদের বিরুদ্ধে কোতোয়ালি ও সদরঘাট থানায় বেশ কয়েকটি মামলা আছে।