ক্যামেরায় ধারণ করা প্রকৃতির রূপের প্রদর্শনী

চট্টগ্রামে শুরু হয়েছে ‘অ্যাবস্ট্রাকশন বাই নেচার’ শিরোনামের তিন দিনব্যাপী আলোকচিত্রী প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 08:35 AM
Updated : 18 August 2018, 08:35 AM

শুক্রবার বিকালে নগরীর খুলশী রোজভ্যালি আবাসিক এলাকার চিত্রভাষা গ্যালারি তে এই প্রদর্শনী শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, শিল্পী ঢালী আল মামুন ও অলক রায়, ফেরদৌস আরা, আলোকচিত্রী মওদুদুল আলম, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।

আলোকচিত্রী রাসেল চৌধুরী একক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।

‘অ্যাবস্ট্রাকশন বাই নেচার’ শিরোনামের প্রদর্শনী আয়োজনের বিষয়ে রাসেল চৌধুরী সংবাদকর্মীদের বলেন, “প্রকৃতির অনন্য বিস্তারের মাঝেই এর বৈচিত্র্য লুকিয়ে আছে। ক্যামরায় সেসব দৃশ্যই ধরতে চেয়েছি।”

রাসেল চৌধুরী ২০০৭ সাল থেকে ফটোগ্রাফি শুরু করেন। ইতোমধ্যে দুবাইয়ে তার আলোকচিত্রের একটি প্রদর্শনী হয়েছে।

২৫টি ছবি নিয়ে এ প্রদর্শনী বেলা ৩টা থেকে ৮টা পর্যন্ত চলবে।

শনিবার দ্বিতীয় দিনে প্রদর্শনীর পাশাপাশি কবিতা আবৃত্তি ও গানের আয়োজনও থাকছে।