চট্টগ্রামে এইচএসসিতে ফেল ৫৪ জন পুনঃনিরীক্ষায় পাস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে আরও ৫৪ জন পাস করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 06:53 AM
Updated : 18 August 2018, 06:53 AM

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর শনিবার এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর মোট ৪০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

“ফেল থেকে পাস করেছে ৫৪ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২০ শিক্ষার্থী।”  

গত ১৯ জুলাই সারা দেশে এক যোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ, যা আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পঞ্চম।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী মোট ৬১ হাজার ৬৯৯ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।