চট্টগ্রামে বাস ও গরুর ট্রাকের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে বাস ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত ছয়জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 07:47 AM
Updated : 17 Feb 2020, 09:38 AM

বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত- মোহাম্মদ মিয়া (৩৫) দুর্ঘটনাকবলিত ওই বাসের চালক। আহতদের মধ্যে চারজন গরুর খামারি এবং অন্যরা বাস যাত্রী।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদপুর থেকে গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামে আসছিল।

“মাদামবিবির হাট এলাকায় ট্রাকটি পেছন থেকে সাত নম্বর রুটের একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়।”

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে মোহাম্মদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।